নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে দুর্গাপুরগামী একটি খালি ট্রাকের নিচে চাপা পড়ে মনু আক্তার (৬০) নামে এক মহিলা মারা গেছে।
বুধবার (২৪ আগষ্ট) দুপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাবই শিমুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মনু আক্তার গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের সিধলা বারোয়ানি গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনু আক্তার গৌরীপুর থেকে পূর্বধলায় আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের নিচে তিনি চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শ্যামগঞ্জ বাজার এলাকায় তার মৃত্যু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে, কিন্তু চালক কৌশলে পালিয়ে যায়।
Be First to Comment