নেত্রকোণা পূর্বধলায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, সিরাজুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রব তালুকদার ও আব্দুল কাদির, আওয়ামী লীগ ও সহযোগী সংঘটনের নেতৃবৃন্দ।
এতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহন করেন।
Be Fir to Comment