নেত্রকোণা পূর্বধলায় ২৮ নভেম্বর ৩য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এতে ইউনিয়নে চেয়ারম্যান একজন সংরক্ষিত আসনের সদস্য (মহিলা) তিনজন ও সাধারণ আসনের সদস্য নয়জন নির্বাচিত হন তাদের সকলের তথ্য।
বিশকাকুনী ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন সতন্ত্র প্রার্থী আল আমিন পিতাঃ ইজ্জত আলী গ্রামঃ বিশকাকুনী।
সংরক্ষিত আসনের সদস্য (মহিলা) ১,২,৩ থেকে নির্বাচিত হয়েছেন মোসাঃ মাজেদা খাতুন স্বামীঃ আবুল বাসার গ্রামঃ চরবহুলী দাদরা পাড়া। ৪,৫,৬ থেকে মোসাঃ ফজিলা খাতুন স্বামী: স্বামীঃ মোঃ রফিকুল ইসলাম ভূইয়া উজ্জল গ্রাম: ধলা। ৭,৮,৯ থেকে মোসাঃ শান্তনা বেগম স্বামী- স্বামীঃ মো: খুরশেদ আলী গ্রাম: রামপুর কাছিয়াকান্দা।
সাধারণ আসনের সদস্য ০১ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম সরকার পিতাঃ মোঃ নূরুল আমিন সরকার গ্রামঃ নৈগাঁও। ০২ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল মিয়া পিতাঃ মোঃ আদম আলী গ্রাম-বিশকাকুনী। ০৩ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান পিতাঃ মোঃ জালাল উদ্দিন গ্রামঃ যাত্রাবাড়ী। ০৪ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কাশেম পিতাঃ নুর হোসেন গ্রাম- বিষমপুর। ০৫ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন পিতাঃ মোঃ আঃ কাদির গ্রাম- বড়রুহী।
০৬নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ হাফিজ উদ্দিন, পিতাঃ আপ্তাব উদ্দিন গ্রামঃ ধলা। ০৭ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ শরীফুল ইসলাম পিতাঃ মোঃ নূরুল ইসলাম গ্রামঃ- ধোবারুহী। ০৮ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ জুয়েল মিয়া পিতাঃ আব্দুল কাদির গ্রামঃ সরিস্তলা ও ০৯ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ রুস্তম আলী পিতাঃ ইছব আলী গ্রামঃ রামপুর কাছিয়াকান্দা।
Be First to Comment