নেত্রকোণা পূর্বধলায় ২৮ নভেম্বর ৩য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এতে ইউনিয়নে চেয়ারম্যান একজন সংরক্ষিত আসনের সদস্য (মহিলা) তিনজন ও সাধারণ আসনের সদস্য নয়জন নির্বাচিত হন তাদের সকলের তথ্য।
হোগলা ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন সতন্ত্র প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম আকন্দ পিতা- মোঃ আফাজ উদ্দিন আকন্দ গ্রামঃ জোয়ারদাড় পাড়া।
সংরক্ষিত আসনের সদস্য (মহিলা) ১,২,৩ থেকে নির্বাচিত হয়েছেন জামিলা আক্তার স্বামী- রুবেল মিয়া গ্রাম-গোপীনাথ খিলা। ৪,৫,৬ থেকে মোসাঃ সুফিয়া স্বামীঃ হাবুল খা গ্রামঃ ডোলকর। ৭,৮,৯ থেকে রাশিদা স্বামীঃ মোস্তফা গ্রামঃ জামিরাকান্দা।
সাধারণ আসনের সদস্য ০১ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোনায়েম খান পিতাঃ ইদ্রিছ আলী খান গ্রামঃ গোপীনাথ খিলা। ০২ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান পিতাঃ ইমান আলী গ্রামঃ কাশীমালা। ০৩ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ শহীদ মিয়া পিতাঃ মোঃ আরজ আলী গ্রামঃ দামপাড়া। ০৪ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন ছমেদ আলী পিতাঃ ওয়াহেদ আলী গ্রামঃ কালিহরচর। ০৫ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল লতিফ পিতাঃ সিরাজ আলী আকন্দ গ্রামঃ চিলাইগাতী।
০৬ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ শামছু উদ্দিন সরকার পিতাঃ ফয়েজ উদ্দিন সরকার গ্রামঃ পাগলাকান্দা । ০৭ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন ইসলাম উদ্দিন পিতাঃ আব্দুল মন্নাফ গ্রামঃ সাধুপাড়া। ০৮ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন কাদির ফকির পিতাঃ সিরাজ আলী ফকির গ্রামঃ জামিরাকান্দা। ০৯ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন দুলাল খাঁন পিতা- খুরশেদ খান গ্রাম-চলিতডহর।
Be First to Comment