নেত্রকোণার পূর্বধলায় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করলেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ ইমরান। পূর্বধলা প্রেসকাব মিলনায়তনে আজ বৃহস্পতিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও রাজনৈতিক কর্মপরিকল্পনা তোলে ধরা হয়। মতবিনিময় সভার শুরুতেই অতিথিদের পূর্বধলা প্রেসকাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পূর্বধলা প্রেসকাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পূর্বধলা প্রেসকাবের সভাপতি জুলফিকার আলী শাহীন। কোরআন তেলাওয়াত করেন কাবের সদস্য নূর উদ্দিন মন্ডল দুলাল।
শহিদুল্লাহ ইমরান তার বক্তব্যে বলেন, সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পূর্বধলার আপামর জনসাধরনের পাশে থেকে কাজ করতে চাই। বাংলাদেশের মানুষ এক দানবীয় সরকারের দু:শাসন থেকে মুক্তি পেয়েছে। বিগত ১৫ বছর মানুষের কথা বলার স্বাধীনতা ছিলনা। আমাদের দলীয় নেতা কর্মীদের প্রতিনিয়ত মামলা হামলার শিকার হতে হয়েছে। আওয়ামী সরকারের পতনের পর আগামীর বাংলাদেশকে নতুন রুপে গঠন করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১দফা রাজনৈতিক কর্মপরিকল্পনা তোলে ধরেছেন। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে শহিদুল্লাহ ইমরান বলেন, সন্ত্রাস, দুর্নিতী, দুর্বিত্তায়ন, চাঁদাবাজীর সাথে যারা জড়িত তাদের স্থান দলে হবে না। কেউ যদি দলের শৃংঙ্খলা ভঙ্গকরে এসব কাজে লিপ্ত থাকে তাদের পরিনাম ভবিষ্যতে ভাল হবে না বলে তিনি জানান। কেননা দলের ভারপ্রাপ্ত চেয়র্যারম্যান সারাদেশে বিভিন্ন সুত্রের মাঝে এসব খবরা খবর রাখছেন। আগামীতে জনগনের প্রতিনিধি হয়ে পূর্বধলার উন্নয়নে কাজ করতে চান। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী সরকার, বিএনপি নেতা হাজী আব্দুল গণি, আবদুল মান্নান, আজিম উদ্দিন তালুকদার, ডা. লতিফুর রহমান, মো. গোলজার আহমেদ, ডা. আব্দুল আজিজ, শেখ আবদুর রাশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা ফিরোজ আকন্দ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার, আসাদুজ্জান ডানো, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আনিসুজ্জামান আনিস প্রমুখ। মতবিনিময় শেষে সাংবাদিকদের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। সাংবাদিকদের মাঝে আরও উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসকাবের সহ সভাপতি নূর আহাম্মদ খান রতন, সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাবেক সাধারন সম্পাদক মো: গোলাম মোস্তফা, যুগ্মসাধারন সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সাংবাদিক, এমদাদুল ইসলাম, মোস্তাক আহমেদ খান, আল মুনসুর, সাবিক আব্দুল্লাহ, হাবিবুর রহমান, জিয়াউর রহমান, জোবায়েদ হোসেন বাচ্চু, রিপোর্টার্স কাবের সভাপতি মো: শফিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক মিঠু সরকার, সাংবাদিক নাহিদ আলম, রুহুল আমিন প্রমুখ।
Be First to Comment