পূর্বধলা প্রেসক্লাবের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ক্লাবের সদস্য ও দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন খোকনকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান তার বহিষ্কারের চিঠিতে স্বাক্ষর করেন।
খোকনের বিরুদ্ধে অভিযোগগুলো হলো বর্তমান কমিটি গঠন হওয়ার পর থেকে টানা দেড় বছর প্রেসকাবের সাধারণ সভায় উপস্থিত হননি, এ সময় তিনি কোন চাঁদা জমা দেননি, এছাড়া গঠণতন্ত্র অনুযায়ী উপজেলার অন্যকোন সংবাদকর্মী সংগঠনের সদস্য হওয়ার বিধান না থাকা সত্বেও তিনি পূর্বধলা রিপোর্টারস্ ক্লাবের উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত ও পৃষ্টপোষকতা করেছেন।
প্রেসক্লাব সভাপতি স্বাক্ষরিত ১৫ মার্চ তাকে কারন দর্শানো নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে খোকন চিঠির কোন জবাব দেননি। আজ ১৯ জুন ইসমাইল হোসেন খোকনকে পূর্বধলা প্রেসক্লাব থেকে বহিস্কারের চিঠি দেওয়া হয়।
Be First to Comment