নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের পদুরকান্দা দাখিল মাদরাসার শ্রেণি কক্ষে আজ সোমবার দুপুরে বাঁশের আড়ার সাথে গামছা লাগিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে হাসান মিয়া (১০)। হাসান পদুরকান্দা গ্রামের মো. তরিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় কান্দাপাড়া হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও এলাকাবাসি সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে স্থানীয়রা হাসানকে মাদরাসার একটি শ্রেণিক্ষকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেন।
Be Fir to Comment