নেত্রকোনার পূর্বধলায় মসজিদে ইমামের পেছনে নামাজ পড়াকে কেন্দ্র করে চড়-থাপ্পরে খুনের ঘটনায় একমাত্র আসামি শাহজাহান (৩৫) কে ঢাকার ধামরাই উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার বরাত দিয়ে জানা যায়, উপজেলার জটিয়াবর মধ্যপাড়া গ্রামের একই বাড়ির বাসিন্দা হাসিম উদ্দিনের পরিবারের সাথে শাহজাহানের পরিবারের বিভিন্ন বিষয়ে ঝগড়াঝাঁটি চলে আসছিল। জটিয়াবর জামে মসজিদের নির্ধারিত ইমাম মাওঃ শামীম এর অনুপস্থিতিতে মুসুল্লিদের অনুরোধে হাসিম উদ্দিনের ছেলে মাওঃ আজিজুল হক ফজরের নামাজ পড়াতে আসলে একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে শাহজাহান আজিজুলের পেছনে নামাজ না পড়ে মসজিদের বারান্দায় একা নামাজ আদায় করেন। নামাজ পড়ানোর পড় আজিজুল মসজিদ প্রাঙ্গনে এনিয়ে শাহজাহানের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আজিজুলের বাবা হাসিম উদ্দিন প্রতিবাদ করলে শাহজাহান উত্তেজিত হয়ে হাসিম উদ্দিনকে চড়থাপ্পড়ে মারলে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারাযান হাসিম উদ্দিন। পরে ২৫ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মোসাঃ মাজেদা খাতুন শাহজাহানকে আসামি করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনোতুষ মজুমদারের নেতৃত্বে একটি টিম ঢাকা জেলার ধামরাই উপজেলা থেকে গ্রেফতার করে। শুক্রবার তাকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত শাহজাহান উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, হাসিম উদ্দিন হত্যা মামলায় করা আসামি শাহজাহানকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Be First to Comment