দর্পন প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন পূর্বধলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান ও পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক হাবিবুর রহমানের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন গণমাধ্যমকর্মীরা।
পুষ্পস্তবক অর্পনকালে পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিমুল শাখাওয়াত, সদস্য জুলফিকার আলী শাহীন, শফিকুল আলম শাহীন, জাকির হোসেন খান কামাল।
রিপোর্টার্স ক্লাবের সদস্য সাদ্দাম হোসেন, মোস্তাক আহমেদ খান, আনোয়ার হোসেন মন্ডল, মোঃ শফিকুল ইসলাম খান, মোঃ দেলোয়ার হোসেন তালুকদার, মোঃ আমিনুল ইসলাম মন্ডল, মোঃ সাইদুল ইসলামসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Be Fir to Comment