Press "Enter" to skip to content

প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনায় সংবাদ সম্মেলন

প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পূর্বধলা উপজেলা বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।রোববার (২৫ আগষ্ট) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংযোগী সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের (ছাত্রদল প্যানেলের) সাবেক কমনরুম সম্পাদক শেখ মোজাহিদুল ইসলাম লেলিন। তিনি বলেন, গত ২৩ আগস্ট একটি গণমাধ্যমে ‘অনুপ্রবেশ ইস্যুতে বিএনপির অনেকে সমঝোতায় ব্যস্ত’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের ধানের শিষের নমিনি নেত্রকোণা জেলা বিএনপির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদারের বিরুদ্ধে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনকে দলে ভেড়ানোর চেষ্টা উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও আওয়ামী লীগের নেতা ও সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ঘনিষ্ঠ হয়ে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থাজ্ঞাপন করে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিগত স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে রাজপথে সর্বদা সক্রিয় ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, নেত্রকোনায় ৮৮ ব্যাচের বন্ধুদের নিয়ে ‘বন্ধু ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন রয়েছে। সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ও ৮৮ ব্যাচের বন্ধু হিসেবে আমাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে মিলিত হওয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই ‘দৈনিক কালবেলা’য় এ ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিক বন্ধুদেরকে আরও বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সায়েদ আল মামুন শহীদ ফকির, সালাউদ্দিন নওয়াব, আবুল হাসনাত, উপজেলা কৃষকদলের সভাপতি মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব ও সদস্য সচিব সাজু আহমেদ সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

More from গণমাধ্যমMore posts in গণমাধ্যম »
More from বিশেষ সংবাদMore posts in বিশেষ সংবাদ »
More from রাজনীতিMore posts in রাজনীতি »
More from রাজনীতিMore posts in রাজনীতি »
More from সকল সংবাদMore posts in সকল সংবাদ »
More from সারা বাংলাMore posts in সারা বাংলা »
More from সারাদেশMore posts in সারাদেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.