Press "Enter" to skip to content

পূর্বধলায় জাতীয় ক্রিয়াবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দর্পণ ডেস্ক: পূর্বধলা উপজেলার জালশুকা কামালপুর কুমুদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রাপ্ত সহকারী শিক্ষক জাতীয় কৃতি ফুটবল খেলোয়ার প্রবীন আ”লীগ নেতা গোওরাকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ আকন্দ (আজিজ স্যার) গতকাল শনিবার ২৩ নভেম্বর রাত সারে ১০টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ঠ জনিত রোগে ভূগছিলেন। (ইন্না …… রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর তিনি স্ত্রী, ৩ ছেলে ৩ মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য আত্তীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।


রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিঃ গোওড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম তার কফিনে পুস্পস্তবক অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমীন. পূর্বধলা থানার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী, সাবেক কমান্ডার নিজাম উদ্দিন সাবেক কমান্ডর সিরাজুল উসলাম মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন, পূর্বধলা থানার ওসি তদন্ত মিজানুর রহমান সহ স্থানীয় মুক্তিযোদ্ধাগন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা- ৫ পূর্বধলা আসনের সংসদ সদস্য আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক (এমপি). সাবেক জেলা আ”লীগের সভাপতি শামসুজ্জোহা প্রমুখ।

More from জীবনধারাMore posts in জীবনধারা »
More from রাজনীতিMore posts in রাজনীতি »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.