ঢাবি পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ (ডুপসা)। গত শনিবার সন্ধ্যায় টিএসসির নিচতলায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে ২০২৬-২৭ বছরের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুর্তূজা হাসান খান ফাহিমকে সভাপতি ও ইফাদ হাসানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

ডুপসা’র উপদেষ্টাদের পরামর্শে বিদায়ী সভাপতি সুমন আহমেদ সম্রাট ও সাধারণ সম্পাদক লিমন খান রানা স্বাক্ষররিত এক বছর মেয়াদী আংশিক কমিটির অনুমোদন দেন।

নবনির্বাচিত সভাপতি মুর্তূজা হাসান খান ফাহিম সংগীত বিভাগের শিক্ষার্থী। তিনি পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের এবং সাধারণ সম্পাদক ইফাদ হাসান ধলামূলগাঁও ইউনিয়নের লাওয়ারী গ্রামের ছেলে। তিনি থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

উল্লেখ্য, এই সংগঠনটি পূর্বধলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার, বৃক্ষরোপণ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহযোগিতা, হলে অবস্থান, পড়াশুনাসহ বিভিন্ন সমস্যায় সহযোগিতা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বাৎসরিক বনভোজনসহ বিভিন্নরকম কর্মকান্ড পরিচালনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *