পূর্বধলায় এসি ক্লাব প্রিমিয়ার লীগের ১৩তম আসরের শুভ উদ্বোধন

নেত্রকোণার পূর্বধলা উপজেলা-য় স্থানীয় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন এসি ক্লাব-এর উদ্যোগে এসি ক্লাব প্রিমিয়ার লিগ (এপিএল)-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের ১৩তম আসরের খেলা শুরু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলার হ্যালিপ্যাড মাঠে- জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়।

এসি ক্লাবের সাবেক সভাপতি কেবিএম নোমান শাহরিয়ারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এসি ক্লাবের সাবেক সভাপতি আশিকুর রহমান, উপদেষ্টা আরিফ রহমান তফসি, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সাবেক সভাপতি সুমন শাহরিয়ার, উপদেষ্টা ইসতিয়াকুর রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক ইবনুল সাদিক অনিক, সভাপতি ফাহাদ হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক আমিনুল হক। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর এসি ক্লাব প্রিমিয়ার লিগে মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো-১. ছোছাউড়া ফাইটার্স: মালিক মো. সোহেল রানা অধিনায়ক হৃদয় দেবনাথ। ২. আজিন আনজারা: মালিক ইশতিয়াক আহমেদ বাবু, অধিনায়ক আসিফ মাহমুদ ফয়সাল।
৩. ধোবারুহী ব্রেকার্স: মালিক মো. জিয়াউর রহমান, অধিনায়ক সুখন ধর। ৪. শারিম ডমিনেটরস: মালিক মো. ফারুক মন্ডল, অধিনায়ক আব্দুল্লাহ আল ইমরান ইমু। ৫. আমতলা এক্সপ্রেস: অধিনায়ক তানভীর হাসান।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শারিম ডমিনেটরস ২৫ রানে ধোবারুহী ব্রেকার্সকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে শারিম ডমিনেটরস ১২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার ইমু সর্বোচ্চ ৪১ রান করেন। ধোবারুহীর পক্ষে মাহমুদুল ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধোবারুহী ব্রেকার্স নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০.৩ ওভারে ৯৮ রানেই অলআউট হয়ে যায়। শারিম ডমিনেটরসের পক্ষে জুনায়েদ ৩টি এবং সাদ্দাম, ইমু ও আশিক ২টি করে উইকেট নেন।

ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্সের জন্য শারিম ডমিনেটরসের ইমু ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *