হৃদয়বিদারক সমাপ্তি উন্নত চিকিৎসার আগেই চলে গেলেন অসহায় শহিদ মিয়া

জীবনের কঠিন সংগ্রাম শেষে, উন্নত চিকিৎসা শুরুর আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার আন্দা গ্রামের অসহায় যুবক শহিদ মিয়া (৪৫)। পায়ে সেফটিক পচন নিয়ে দীর্ঘকাল ধরে অসুস্থ ছিলেন তিনি।

​আমাদের মানবিক সংবাদের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসনের তৎপরতায় অর্থ সহায়তা পাওয়ার একদিন পরেই তিনি মৃত্যুবরণ করেন।

​আমাদের মানবিক সংবাদের পর নেত্রকোণা জেলা প্রশাসকউপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আনিসোর রহমান খান দ্রুততম সময়ে শহিদ মিয়ার পাশে দাঁড়ান। গত ১৩ অক্টোবর, ইউএনও নিজ হাতে পরিবারটির হাতে নগদ ৩৫ হাজার টাকা তুলে দেন এবং ঘর নির্মাণের আশ্বাস দেন।

​প্রশাসনের নিকট হতে অর্থ প্রাপ্তির পর, গতকাল ১৪ অক্টোবর, পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য শহিদ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আজ, ১৫ অক্টোবর, তার পায়ে অপারেশন করার কথা ছিল।

​কিন্তু চিকিৎসার প্রস্তুতি শুরুর আগেই, আজ সকাল আনুমানিক ৭:০০ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​ছেলের সুচিকিৎসার জন্য বৃদ্ধ বয়সে যিনি ভিক্ষাবৃত্তি শুরু করেছিলেন, সেই অসহায় বাবা মিরাজ আলী এবং বৃদ্ধ মা শোকে স্তব্ধ। উন্নত চিকিৎসার জন্য অর্থ সহায়তা পাওয়ার পর যখন পরিবারটি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিল, তখনই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটলো। প্রশাসনের সহযোগিতা ও মানবিক সমাজের প্রচেষ্টা সত্ত্বেও, রোগাক্রান্ত শহিদ মিয়াকে বাঁচানো সম্ভব হলো না।

​আজ দুপুর ২:০০ ঘটিকায় তার গ্রামের বাড়ি আন্দা-তে জানাজা শেষে তাকে এলাকার কবরস্থানে দাফন করা হবে।

​এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মানবিক কারণে প্রশাসনের পক্ষ থেকে যে তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার প্রশংসা করছে এলাকাবাসী। তবে চিকিৎসার আগেই শহিদ মিয়ার মৃত্যু সেই সকল মানবিক প্রচেষ্টাকে স্তব্ধ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *