নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট আমিনুল হক মুকুল আর নেই। গত রবিবার (১২ অক্টোবর, ২০২৫) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৪ বছর।
তাঁর পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাঁকে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এডভোকেট আমিনুল হক মুকুল নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির একজন অত্যন্ত জনপ্রিয় ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন। একই সাথে, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে নেত্রকোনা জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতেন। তাঁর গ্রামের বাড়ি পূর্বধলা উপজেলার বাড়হা ঘুমকান্দা গ্রামে।
নেত্রকোনা জেলা বিএনপি ও আইন অঙ্গনে তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী মরহুমের জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়।
সকাল ১১টার দিকে নেত্রকোনা জেলা বার কাউন্সিল প্রাঙ্গণে তাঁর মরদেহে সহকর্মী আইনজীবীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তাঁকে জেলা বিএনপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং দলীয় নেতা-কর্মীরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। দুপুর ২টার দিকে নেত্রকোনার জামিয়া মিফতাহুল উলুম মাদরাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
বাদ আসর পূর্বধলার বাড়হা ঘুমকান্দা গ্রামের গোজাখালি কান্দা ঈদগাহ মাঠে শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর প্রয়াণে নেত্রকোনা বিএনপি এবং আইন পেশায় এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।