অগ্নিকাণ্ড মোহড়া ও আলোচনার মধ্য দিয়ে পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মোহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, হুগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন এবং সাংবাদিক হাবিবুর রহমান।

বক্তারা বলেন, “দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। সরকার, প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টাই দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।”

এর আগে পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ ও সরঞ্জাম ব্যবহারের উপর বাস্তবভিত্তিক মহড়া (ড্রিল) প্রদর্শন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *