জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় স্কুল ও কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন দুই দক্ষ শিক্ষানুরাগী। সাধারণ স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের মর্যাদা পেয়েছেন আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান এবং কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুজ্জামান।
উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বাছাই কমিটি শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন, পঠন-পাঠনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনিক দক্ষতা এবং ফলাফল উন্নয়নের ওপর ভিত্তি করে তাঁদের এই শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত করেন। গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক ফলাফল বিবরণীতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজয়ী দুই প্রতিষ্ঠান প্রধান তাঁদের প্রতিক্রিয়ায় জানান, এই অর্জন শুধু তাঁদের ব্যক্তিগত নয়, বরং এটি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাঁরা ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং স্কুল পর্যায়ে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে।