পূর্বধলায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে হাজারো মানুষের চলাচল

নেত্রকোনার পূর্বধলায় ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পূর্বপাড়া বালিয়া নদীর উপর পাকা সেতুটি ভেঙে গেছে। ফলে বিভিন্ন যানবাহন চলাচলের জন্য সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। উপজেলার সাথে ঘাগড়া ইউনিয়নবাসীর যোগাযোগের একমাত্র রাস্তাটির মাঝে অবস্থিত সেতুটি। 


এই সেতুটি দিয়ে উপজেলার বহুলী, বানেরকান্দা লেটিরকান্দা, মেঘশিমুল, ঘাগড়া, কাপাশিয়া এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া সহ বিভিন্ন এলাকার লোকজন চলাচল করে থাকেন।


সরেজমিনে দেখা যায়, সেতুটির মাঝখানে ঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ঢালাই ছাড়া রডগুলো পড়ে আছে।
আর সেই স্থান দিয়ে মানুষজন চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ।
তারপরেও জীবনের ঝুঁকি নিয়েই ভাঙা সেতু দিয়ে বিভিন্ন যানবাহনে করে পার হচ্ছেন শত শত মানুষ।


স্থানীয় ইউপি সদস্য হাতিম খান বলেন, সেতুটির মাঝখানে ভেঙ্গে যাওয়ায় গাছের ডোমা রাখা হয়েছে যেন মানুষের নজরে আশে। না হলে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।


সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার বলেন, এই সেতুটি যদি দ্রুত সময়ের মধ্যে  মেরামত না করা হয় তবে কিছু দিনের মাঝে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পরবে।


উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ব্রিজটির সংস্কার কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *