পূর্বধলায় কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন আনোয়ার আহাম্মদ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন আনোয়ার আহাম্মদ। তিনি উপজেলার ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের (কারিগরি শাখা) ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন।

​উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে গঠিত বাছাই কমিটি আনোয়ার আহাম্মদের কারিগরি শিক্ষায় দক্ষতা, শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষাদানের অনন্য পদ্ধতি এবং কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করেন। গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক ফলাফল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে আনোয়ার আহাম্মদ জানান, কারিগরি শিক্ষা বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বীকৃতি তাঁকে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আরও বেশি অনুপ্রাণিত করবে। তিনি তাঁর প্রতিষ্ঠান প্রধান ও সহকর্মীদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

​উল্লেখ্য, এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় থেকে দুইজন শিক্ষক শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছেন। স্কুল পর্যায়ে নিলয় চক্রবর্তী এবং কারিগরি পর্যায়ে আনোয়ার আহাম্মদ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে বিদ্যালয়ের জন্য জোড়া সাফল্য বয়ে এনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *