জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন নিলয় চক্রবর্তী। তিনি উপজেলার ঐতিহ্যবাহী ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে গঠিত বাছাই কমিটি তাঁর দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের মাধ্যমে পাঠদানের দক্ষতা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিশেষ ভূমিকার কথা বিবেচনা করে তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননার জন্য মনোনীত করে। গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়।
শিক্ষক নিলয় চক্রবর্তীর এই সাফল্যে ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদ অভিনন্দন জানিয়েছে। তারা মনে করেন, তাঁর এই অর্জন বিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল) হয়েছেন আগিয়া উচ্চ বিদ্যালয়ের মোঃ বদরুজ্জামান।