জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা পর্যায়ে) নির্বাচিত হয়েছেন মোঃ ওমর ফারুক। তিনি উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক (আরবি) হিসেবে কর্মরত রয়েছেন।
উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাদানের মান, পাঠ পরিকল্পনায় সৃজনশীলতা, শ্রেণিকক্ষ পরিচালনায় দক্ষতা এবং শিক্ষার্থীদের সার্বিক শিক্ষাগত উন্নয়নে বিশেষ অবদানের ভিত্তিতে তাঁকে এই সম্মাননার জন্য মনোনীত করে। গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান খান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক ফলাফল বিবরণীতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে মোঃ ওমর ফারুক বলেন, “এই স্বীকৃতি আমার শিক্ষকতা জীবনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।” তিনি এই অর্জনের পেছনে প্রতিষ্ঠান প্রধানের সুনিপুণ দিকনির্দেশনা, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের অকৃত্রিম ভালোবাসার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পূর্বধলা উপজেলায় বিভিন্ন পর্যায়ে আরও কয়েকজন শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।