দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পূর্বধলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত নেতার নাম তারেক হোসেন জয় (২৮)। তিনি উপজেলার সোনাইকান্দা গ্রামের মো. তারা মিয়ার ছেলে এবং পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত তারেক হোসেন জয় পূর্বধলা থানায় দায়েরকৃত একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার সন্দিগ্ধ আসামি। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি দায়ের করা ওই মামলার নম্বর ১৮/২০২৫। মামলায় তাঁর বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।