পূর্বধলায় কৃষকের স্বপ্ন চুরি: গোয়ালঘর ভেঙে গর্ভবতী গাভীসহ নিয়ে গেল দুই গরু

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া গ্রামে এক কৃষকের গোয়ালঘর থেকে লাখ টাকা মূল্যের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নে এই চুরির ঘটনা ঘটে।

​ভুক্তভোগী কৃষক তনু মিয়া (৪৮) জানান, প্রতিদিনের ন্যায় রোববার সন্ধ্যায় তিনি তাঁর চারটি গরু গোয়ালঘরে বেঁধে ঘুমাতে যান। পরদিন সোমবার ভোরে গরু বের করতে গিয়ে দেখেন গোয়ালঘরের দরজা খোলা এবং ভেতরে থাকা চারটি গরুর মধ্যে দুটি নেই। নিখোঁজ গরুগুলোর মধ্যে একটি ছয় মাসের গর্ভবতী গাভী এবং অপরটি একটি এঁড়ে বাছুর।

​কৃষক তনু মিয়ার ধারণা, চোরচক্র ফজরের আজানের সময় সুযোগ বুঝে গোয়ালঘরের দরজা ভেঙে গরুগুলো চুরি করে পাশের সরিষা ক্ষেত দিয়ে নিয়ে গেছে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকারও বেশি বলে দাবি করেছেন তিনি। পরিবারের আয়ের প্রধান উৎস হারিয়ে এখন দিশেহারা ভুক্তভোগী এই কৃষক।

​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, গরু চুরির বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *