নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল আকন্দ (৭৬) পরলোকগমন করেছেন। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মঙ্গলবাড়িয়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মরহুম আব্দুল আউয়াল আকন্দ তারাকান্দা গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব রেফাজ উদ্দিন আকন্দের জ্যেষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে তাঁর নিজ গ্রাম তারাকান্দায় জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই বীর সেনানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।