নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার স্টেশন বাজার এলাকা থেকে তাঁদের আটক করে পূর্বধলা থানা পুলিশ।
আটককৃতরা হলেন— উপজেলার জারিয়া ইউনিয়নের বারধার গ্রামের মৃত ওয়াহাবের ছেলে মো. রিপন মিয়া (৪০), আগিয়া গ্রামের মো. আব্দুর রাশিদের ছেলে মো. সুজন মিয়া (৪৩) এবং একই গ্রামের মো. শফিক আহম্মেদের ছেলে মো. এনাম আহম্মেদ (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই তিন ব্যক্তির দেহ তল্লাশি করে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৯)। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।