পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল আকন্দের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার তারাকান্দা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল আকন্দকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে তারাকান্দা গ্রামের নিজ বাড়িতে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

​রাষ্ট্রের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান। এ সময় নেত্রকোনা জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। জাতীয় পতাকায় আচ্ছাদিত এই বীর সেনানীর মরদেহে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।

​জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ তালুকদার, সাবেক উপজেলা কমান্ডার আইয়ুব আলী, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

​উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল আকন্দ গত সোমবার (১২ জানুয়ারি) রাত তিনটার দিকে মঙ্গলবাড়িয়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *