নেত্রকোনার পূর্বধলায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ এপ্রিল) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পূর্বধলা প্রেসক্লাব সভাপতি জুলফিকার আলী শাহিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলামের পরিচালনায় ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি আসাদুজ্জামান নয়ন স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নয়নের সাথে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পূ্র্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পূ্র্বধলা উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক বাবুল, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক প্রমুখ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নয়ন বলেন, আমার পরিবার অনেক পূর্ব থেকেই জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করে আসছে। আমার দাদা ব্রিটিশ আমলে মেম্বার ছিলেন, বাবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ছোট ভাই আনিসুজ্জামান তালুকদার মোশাররাফ বৈরাটি ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন। মোশাররফ দীর্ঘদিন ধরে বৈরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। আমি হিরনপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নেত্রকোনা সরকারি কলেজ থেকে অনার্স ও ভারতের বেঙ্গালুর থেকে এমবিএ ডিগ্রি অর্জনের পাশাপাশি আমি মাহির গ্রুপের পরিচালক হিসেবে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছি। আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি যা আপনারা সবই জানেন। আমি আগামী উপজেলা নির্বাচনে আপনাদের সমর্থন ও সহযোগিতা কামনা করছি। আমি নির্বাচিত হলে পূর্বধলা উপজেলার উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে সকল কাজ করে যাবো ইনশাহ্আল্লাহ্।
Be First to Comment