নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা শাখার নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন এলাকার ভিন্নধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন।
জামায়াতের উদ্যোগে গত বুধবার (১৪ আগষ্ট) পূর্বধলা পূর্বধলা সার্বজনীন পুজা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, পুজা উদযাপন কমিটির সভাপতি তরুণ কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সহকারী সেক্রেটারী ও পূর্বধলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুম মোস্তফা। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পূর্বধলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দে, সাধারন সম্পাদক নিরঞ্জন কুমার ভাদুরী, সার্বজনীন পুজা মন্দির কমিটির সহ সভাপতি দীপক রঞ্জন সরকার, সাধারন সম্পাদক দীলিপ চন্দ্র পাল, শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক জীবন দেবনাথ, দেওটুকোন আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সার্বজনীন পুজা উদযাপন কমিটির সদস্য, নিউটন চন্দ্র সরকার, বাংলাদেশ জামায়তে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার আমীর মাহফুজুল হক খান নয়ন, জামায়াতের রোকন ও সাবেক উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মো: নজরুল ইসলাম, পূর্বধলা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সবাই মিলে আমরা সম্পৃতির বন্ধন সৃষ্টি করতে চাই। এখান সংখ্যা লঘু বলতে কিছু নেই। আমরা সবাই ভাই ভাই। এই দেশটা সবার, সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে চাই। তিনি আরও বলেন, জামায়াত একটি আদর্শিক দল। একটি পক্ষ এর বিরোদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তাই আপনারা সবাই সতর্ক সজাগ থাকবেন। ধর্মীয় মুল্যবোধের ভিত্তিতে এখানে সবাই যার যার ধর্মপালন করবে। এতে কেউ যেন কোন অসুবিধায় না পরে সেজন্য জামাায়তের পক্ষ থেকে প্রতিটি এলাকায় কমিটি করে পাহারা দেওয়া হবে। এখানে ভিন্নধর্মাবলম্বী লোকজনের উপর যাতে কোন প্রকার হামলা করতে না পারে বা ধর্মীয় উপসনালয়ে হামলা করতে না পারে সে জন্য পূর্বধলা উপজেলা জামায়াতের কর্মীরা অতন্দ্র প্রহরীর মত কাজ করবে। এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পূর্বধলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নির্মল চন্দ্র কুন্ডু, পুজা উদযাপন কমিটির সাবেক সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র কর, পূর্বধলা বাজারে ব্যবসায়ী, উত্তম কুমার রায়, মিল্টন বণিক, কাজল বণিক, লিটন সাহা, প্রিন্সসহ অন্যন্য নেতৃবৃন্দ।
এ সময় জামায়েত নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাও: শহিদুল ইসলাম, মো: মঞ্জুরুল হক, তাজুল ইসলাম, মো: হাবিবুর রহমান খান, এমাদদুল হক বাচ্ছু, আজিজুল ইসলাম খোকন, পূর্বধলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম, সাংবাদিক হাবিবুর রহমান, মো: নুরুল ইসলাম, আল আমিন প্রমুখ।
Be First to Comment