নেত্রকোণার পূর্বধলায় ১৫ আগস্ট শোক দিবস পালন প্রতিহত করতে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে শেষে ষ্টেশন মোড়ে পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসতিয়াক আহমেদ বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার, বিকাশ ঘোষ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহাম্মেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুল হাসান মানার, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী মুমিনুল হক মুন্না, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলাইমান কবির পাপ্পু, মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, রিজন খান, মাহমুদুল হাসান মেহেদী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক উজ্জ্বল মিয়া, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আনিসুর রহমান আনিস, উপজেলা সেচ্চাসেবক দলের নেতা মোঃ কামরুল ইসলাম, ছাত্রদল নেতা শয়েব হাসান, রবিউল কাউছার মেনন প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসতিয়াক আহমেদ বাবু বলেন, পূর্বধলার মাটিতে আওয়ামীলীগ কে ১৫ আগস্ট শোক দিবস পালন করতে দেওয়া হবে না। আগামীকাল আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমরা রাজপথে থাকবো। শোক দিবস পালন করার চেষ্টা করলে প্রতিহত করা হবে।
Be First to Comment