নেত্রকোনার পূর্বধলায় সারাদেশের ন্যায় সাতটি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) সকালে পরীক্ষার্থীরা নিরাপদে পরীক্ষা হলে প্রবেশ করে পরীক্ষায় অংশগ্রহণ করে।
সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।
তথ্যমতে এ বছর উপজেলার ১১টি ইউনিয়নের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৯শ ৩০ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ হাজার ৯শ ১৩ জন। ১৭ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে।
সাধারণ এইচএসসিতে ১ হাজার ৩৫২ জনের মধ্যে অনুপস্থিত ০৮ জন, আলিমে ১শ ৯ জনের মধ্যে অনুপস্থিত ৫ জন এবং এইচএসসি ভোকেশনাল বিভাগে ৪শ ৬৯ জন পরীক্ষার্থীর ৪ জন অনুপস্থিত রয়েছে।
এ বছর এইচএসসি পরীক্ষায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল হাসান এর পক্ষ থেকে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের জন্য সাংবাদিকদের অনুমতি থাকলেও উপজেলা সদরের রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজের কেন্দ্র সচিব আবু রায়হান রফিকুল ইসলাম সাংবাদিকদের কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেয়নি। এ বিষয়ে কেন্দ্র সচিব আবু রায়হান রফিকুল ইসলাম জানান উপরের নির্দেশ আছে কোন সাংবাদিককে কেন্দ্র পরিদর্শনে অনুমতি দেওয়া যাবে না। অভিযোগ আছে যে এই কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও সুশৃংখলভাবে হয়নি।
রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রের হল সুপার দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ জাকির হোসেন সাংবাদিকদের দেখেই ক্ষিপ্ত হয়ে বলেন সাংবাদিকদের কেন্দ্র পরিদর্শনের কোন সুযোগ নেই।
মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী সম্পর্কে জানতে চাইলে তিনি জানান জেলা প্রশাসকের সংশ্লিষ্ট শাখা বলতে পারবে কত জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে আমি এ বিষয়ে কিছুই জানিনা।
সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে বলেন সাংবাদিকদের যথাযথ পরিচয় প্রদান করে কেন্দ্র পরিদর্শনের সুযোগ রয়েছে। তিনি জানান এ বছর শান্তিপূর্ণ পরিবেশে উপজেলায় নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
Be First to Comment