নেত্রকোনার পূর্বধলায় জমে উঠছে উপজেলা পরিষদ নির্বাচন। প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তীব্র তাপদাহেও তারা ছুটছেন ভোটারদের কাছে। দিচ্ছেন প্রতিশ্রুতি, নিচ্ছেন আশীর্বাদ। উপজেলায় ২১ জন প্রার্থীর মধ্যে ছয়জন লড়ছেন নারী ভাইস চেয়ারম্যান পদে। এই ছয় প্রার্থীর মধ্যে বেশ আলোচনায় আছেন সাফিয়া খাতুন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ১১ টি ইউনিয়নের সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ভোট চাইছেন সাফিয়া খাতুন। উপজেলা পরিষদ নির্বাচনে তিনি কলস প্রতীকে (মহিলা) ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন।
তার জন্মস্থান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলাধীন ঘাগড়া ইউনিয়নের মৌদাম কান্দাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের মেয়ে। বাবা-মার তিন সন্তানের মধ্যে সাফিয়া খাতুন মেঝো। তার বড় এক ভাই এবং ছোট এক ভাই রয়েছে।
নির্বাচনে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার মা আমাকে অনুপ্রেরণা দিয়েছিল। মৃত্যুর পূর্বে তিনি বলেছিলেন, বাবার আদর্শ, দেশপ্রেম ও ত্যাগী মনোভাব উজ্জীবিত হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে সোপর্দ করতে। আমার কাছে মনে হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ আমাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করলে আমি জনগণের ন্যায্য দাবি-দাওয়া পূরণে কাজ করে যেতে পারবো। পাশাপাশি আমার মায়ের অপূর্ণ আকাঙ্খার বাস্তবায়ন করে পূর্বধলা উপজেলাবাসীর সেবা করতে পারবো।
তিনি আরও জানান, আমি ভোটারদের কাছে বেশ সাড়া পাচ্ছি। আশা করছি জনগণের ভোটে আমি নির্বাচিত হবো। নির্বাচিত হলে পূর্বধলা উপজেলাকে শেখ হাসিনার স্মার্ট ও উন্নত বাংলাদেশ নির্মাণের ভিশনকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাবো।
এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৬ষ্ঠ পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।
Be First to Comment