নেত্রকোনার পূর্বধলায় নিজ দলের কর্মীদের পুলিশে সোপর্দ করে নজির দেখালেন রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেল। তার কর্মীদের মধ্যে পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনায় জাহিদ হাসান আকাশ (২৪) গুরুতর আহত হন। জাহিদ হাসান আকাশ পূর্বধলা জামতলা এলাকার আঃ ছালাম এর ছেলে। পরে এই ঘটনায় জড়িত দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করে নজির দেখালেন মাজহারুল ইসলাম সোহেল। তারা হলেন উপজেলার সদর ইউনিয়নের আমতলা এলাকার শাহজাহানের ছেলে রাকিবুল হাসান রাকিব (২৪) ও বারদার গ্রামের শফিক আহম্মেদ এর ছেলে এনাম আহম্মেদ এনাম (২৫)।
গত শুক্রবার রাত এগারোটার দিকে মাজহারুল ইসলাম সোহেলের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে পূর্বধলা স্টেশন বাজার এলাকায় দেশীয় অস্ত্র দা ও লোহার রড নিয়ে আক্রমণ করে। এতে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখমের শিকার হন জাহিদ হাসান আকাশ। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইসলামিক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শুক্রবার (৩ মে ) রাতে আহত জাহিদ হাসান আকাশ এর বড় ভাই শরিফ নাফের আশরাফ বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।
এবিষয়ে মাজহারুল ইসলাম সোহেল বলেন, আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে মানুষ আমার এখানে আসতে শুরু করেছে। এই বিষয়টি তৃতীয় পক্ষ ভালো চোখে নিচ্ছে না। আকাশ, এনাম, রাকিব এরা আমার সাথে রাজনীতি করে। ঝগড়া ছিল আগে থেকেই সম্ভবত। এটাকে কেন্দ্র করে এমন ভাবে কুপিয়ে গুরুতর জখম এর ঘটনাটি স্বাভাবিক নয়। আমার সাথে থেকে রাজনীতি করলে এমন উশৃঙ্খল আচরণ করা যাবেনা। নিজেদের মধ্যে ঝগড়া থাকলে কিলঘুষি হতে পারে কিন্তু গুরুতর আহত করে মেরে ফেলার চেষ্টা করতে হবে এমনটা উচিত নয়। তাই অনেক খোঁজাখুঁজি করে এদেরকে ধরে এনে পুলিশে সোপর্দ করেছি।
Be First to Comment