“দুনিয়ার মজদুর এক হও, এক হও” এই স্লোগানকে সামনে রেখে শ্রমিকের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলায় বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং ২৫৭৪ এর অন্তর্ভুক্ত পূর্বধলা সড়ক পরিবহণ শাখার আয়োজনে র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় একটি র্যালী উপজেলার বোডের বাজারে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক প্রদক্ষিণ শেষে বোডের বাজারস্থ নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং ২৫৭৪ এর অন্তর্ভুক্ত পূর্বধলা সড়ক পরিবহণ শাখা কার্যালয়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বধলা সড়ক পরিবহণ শাখার সভাপতি কায়কোবাদ খোকন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান নয়ন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, পূ্র্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, উপজেলা আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন মটরযান কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং ২৫৭৪ এর অন্তর্ভুক্ত পূর্বধলা সড়ক পরিবহণ শাখার সহ-সভাপতি চঞ্চল হাজী, আমীর আলী উজ্জ্বল, মোঃ সুহেল মিয়া প্রমুখ।
Be First to Comment