নেত্রকোনার পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) পূর্বধলা রিপোটার্স ক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম খান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মিঠু সরকার’র পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান রুবেল, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা পূর্বধলা দর্পনের সম্পাদক নোমান শাহরিয়া, দৈনিক আজকালের উপজেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ খান, মর্ডান কম্পিউটার ইনস্টিটিউট পরিচালক রুহুল আমিন জুয়েল প্রমুখ।
এসময় আরও উপস্হিত ছিলেন- পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়াসিম সরকার, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, দপ্তর সম্পাদক রুহুল সরকার, সদস্য আলমগীর হোসাইন, সদস্য কামরুল হাসান প্রমুখ।
Be First to Comment