Press "Enter" to skip to content

মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলী

নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো:শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মিঠু সরকার, সহ-সভাপতি আব্দুল আজিজ, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদুল ইসলাম আলম , সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, প্রমুখ। পুষ্পস্তবক অর্পন শেষে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৬ শে মার্চ  বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.