“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার ” এই শ্লোগানে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে আজ (২৭ফেব্রুয়ারি) মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রেলি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান’র সভাপতিত্বে পরিচালিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোঃ আইয়ুব আলী, মোঃ নিজাম উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জাহিদ আলম,পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল, সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ শহীদুল ইসলাম আঙ্গুর এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের প্রচলন শুরু করেছেন। প্রধানমন্ত্রীর প্রবর্তিত ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শহর ও গ্রামের ব্যবধান আর নেই। অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার পরিধি বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনপদে এখন অর্থনৈতিক কর্মকান্ডের গতি সঞ্চারিত হয়েছে। এ কাজ গুলো বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
Be First to Comment