আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ আসনে নৌকা প্রতীকে প্রার্থিতার জন্য তিনদিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বিভিন্ন পর্যায়ের ০৯ জন নেতা।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৮ নভেম্বর) সকালে দলীয় মনোনয়ন বিক্রি উদ্বোধন করার পর গত তিন দিনে নেত্রকোণা-৫ আসনে ০৯ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে চূড়ান্ত মনোনয়নকে পাচ্ছেন তা সিদ্ধান্ত হবে দলীয় মনোনয়ন বোর্ডের সভায়।
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সূত্র জানায়, নেত্রকোণা-৫ আসনে (পূর্বধলা) যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন, আ.লীগের টানা পাঁচবারের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুক্তিযোদ্ধা ড. মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি)’র কৃষি প্রকৌশল বিভাগে চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক জিএস ইঞ্জি. মো. মিছবাহুজ্জামান চন্দন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, জেলা আ.লীগের সদস্য ইঞ্জি. তুহিন আহমেদ খান, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিঠির সদস্য আজিজুর রহমান খান তামিম , ঢাকা মহানগর উত্তর কৃষকলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল ফকির, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খোকন। একমাত্র নারী প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ড. নাদিয়া বিনতে আমীন (সিআইপি)।
এছাড়া জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে জাপা’র উপজেলার সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শেষ পর্যন্ত কে হচ্ছে নৌকার প্রার্থী এ নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ এবং জল্পনা-কল্পনা।
এর আগে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
Be First to Comment