দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রি ও জমা শুরু হয়েছে।
রোববার নেত্রকোনা-৫ (পূ্র্বধলা) আসনের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের টানা পাঁচ বারের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা পূ্র্বধলার কৃতি সন্তান জননেতা বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। আজ রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর কাছ থেকে ফরম সংগ্রহ করেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ ডন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-মুক্তিযোদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আহনাফ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।
আহমদ হোসেন বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে এক অন্যন্য সাধারণ নেতা, যার রয়েছে দীর্ঘ বর্ণাঢ্য অতীত রাজনৈতিক ইতিহাস। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি পর্যায়ক্রমে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, স্যার এ এফ রহমান হলের (ঢাকা বিশ্ববিদ্যালয়) সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের তিন বারের সহ-সম্পাদক এবং বর্তমানে টানা পঞ্চমবারের মত বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।
সাবেক ছাত্রনেতা জননেতা বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Be First to Comment