নেত্রকোনার পূ্র্বধলা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করে যাচ্ছেন নেত্রকোনা-৫ (পূ্র্বধলা) আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মোঃ কেরামত আলী। তিনি নেত্রকোনা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি পূ্র্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ করে যাচ্ছেন । মোঃ কেরামত আলী জেলার সাংগঠনিক সম্পাদক ছাড়াও নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
একজন সমাজ সেবক হিসেবে এলাকায় তাঁর পরিচয় আছে। জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃ কেরামত আলী বলেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূ্র্বধলা) আসনের জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করে লাঙ্গল প্রতীকে প্রার্থী হয়েছিলাম। মনোনয়ন না পেলেও নিরাশ হননি। এছাড়া তিনি আরো বলেন, আবারো প্রার্থী হয়ে মাঠে কাজ করছি। জোট না হলে দল তিনশ’ আসনে নির্বাচন করলে ইনশাআল্লাহ জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত এবং আসনটি জাতীয় পার্টিকে উপহার দিব।
Be First to Comment