Press "Enter" to skip to content

পূর্বধলা সরকারী কলেজের ৬০ জন শিক্ষক ১৫ জন কর্মচারীর সরকারীভাবে যোগদান

নেত্রকোণার জেলার পূর্বধলা উপজেলার পূর্বধলা সরকারি কলেজের ৭৫ জন শিক্ষক-কর্মচারী বেসরকারী নিয়োগ থেকে সরকারী নিয়োগপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ আনোয়ারুল হক এর কাছে দিনভর উৎসবমুখর পরিবেশে সরকারী শিক্ষক-কর্মচারী হিসেবে তারা নিয়োগ পত্র জমা দিলেন। সরকারীকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮এর বিধি-৫ এবং বিধি ৬ এর বিধান মোতাবেক তারা সরকারী নিয়োগ পান। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর ৫ নভেম্বর ২০২৩ তারিখের ৩৭.০০.০০০০.০৮৫.১৫.০৯২(এ)-২২.১৬৭১ স্মারক মুলে গত মঙ্গলবার কলেজের উপাধ্যক্ষ মোঃ আনোয়ারুল হক নন-ক্যাডার প্রশাসনিক হিসেবে অধিদপ্তরের কার্যালয়ে সরকারী নিয়োগপত্র জমাদেন।

একই সাথে তিনি কলেজটির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পান। কলেজের ৭৫জন শিক্ষক-কর্মচারীর মধ্যে একজন উপাধ্যক্ষ, ১২জন সহকারী অধ্যাপক, ৪২জন প্রভাষক, একজন শরীরচর্চা শিক্ষক, একজন গ্রন্থাগারিক, একজন সহকারি গ্রন্থাগারিক, ৫জন প্রদর্শক, তিনজন অফিস সহকারি, দুইজন ল্যাব এসিস্ট্যান্ট, ৫জন অফিস সহায়ক ও একজন করে নিরাপত্তা কর্মী ও আয়া রয়েছে। সরকারী নিয়োগ প্রাপ্ত শিক্ষকগনের মধ্যে ৯জন নন এমপিও শিক্ষক রয়েছেন এবং শিক্ষকগণ ননক্যাডার হিসেবে গণ্য হবেন। এর মাধ্যমে কলেজটির দীর্ঘদিনের সরকারী হওয়ার কার্যক্রমের প্রত্যাশা পুরণ হলো।

পূর্বধলা সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক (নন ক্যাডার) আবু হানিফ তালুকদার রাসেল জানান, সরকারি কলেজের প্রভাষক ননক্যাডার হিসেবে যোগদান করার ফলে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণ হলো।
কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক এমদাদুল হক জানান, আমি এই কলেজেই লেখা পড়া করে এই কলেজেই শিক্ষকতা করছি। কলেজটি সরকারি হওয়ার সর্বশেষ কাজটি সম্পন্ন হওয়ায় আমরা সবাই গর্বিত এবং আনন্দিত।   

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মোঃ আনোয়ারোল হক জানান, কলেজটি সরকারীকরণ হওয়ায় এক নতুন অধ্যায়ের সুচনা হলো, এর মাধ্যমে অত্র এলাকার শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আরও নতুন সুযোগ পাবে। কলেজটি সরকারী করণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীকের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।    
উল্লেখ্য ১৯৬৯ সালে কলেজটি প্রতিষ্ঠার পর পূর্বধলা ডিগ্রি কলেজ নামে কার্যক্রম চলে আসছিল। পরে ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ই আগস্ট থেকে কলেজটিকে সরকারি করনের ঘোষনা করা হলে নতুন নাম দেওয়া হয় পূর্বধলা সরকারি কলেজ।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.