Press "Enter" to skip to content

পূর্বধলায় জাতীয় যুব দিবস ২০২৩ পালিত

সারাদেশের ন্যায় নেত্রকোণার পূর্বধলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে (১ নভেম্বর) বুধবার জাতীয় যুব দিবস ২০২৩ পালিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির পালনের মধ্যে দিয়ে উদযাপিত হয় জাতীয় যুব দিবস। “ স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে বেলা ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এমদাদুল ইসলাম, আরবান এর কো-অর্ডিনেটর আবুল আরশাদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তাসবিদ মোস্তফা, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: শফিকুল ইসলাম খান, পল্লী চিকিৎসক সায়েম, আত্মকর্মী ও সফল উদ্যোক্তা সুমন মিয়া, আইয়োব হাসান, ফিরোজা সুলতানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরবান, ওয়ার্ল্ড ভিশনসহ বেশ কয়েকটি যুব সংগঠন। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, উপজেলা যুব উন্নয়ন দপ্তরের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থী বৃন্দ এবং সফল আত্মকর্মীবৃন্দ। উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মালেক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়েছে। যুব দিবসের আলোচনা সভা শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান এবং ৮জনের মাঝে মোট যুব ঋণের ৩লাখ ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

More from শিক্ষাMore posts in শিক্ষা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.