Press "Enter" to skip to content

আবদাল খাঁ’র জীবনের শেষ আকুতি একটি ঘর

নেত্রকোণার পূর্বধলায় দারিদ্র সীমার নিচে জীবনযাপন করেছেন আবদাল খাঁ ও বিউটি আক্তার দম্পত্তি। তাদের নিবাস উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা উত্তরা পাড়া গ্রামে। পৈত্রিক সূত্রে পাওয়া এক শতাংশ জমিতে একটি ভাঙা ঘরে সন্তানদের নিয়ে কোনরকমে বসবাস করছে এই দম্পত্তি। ভাঙাচোরা বসত ঘরটি কোন রকমে বাঁশ কাঠ দিয়ে দাঁড়িয়ে আছে। নড়বড়ে ঘরটি ঝড়ো বাতাসে যেকোন সময় ভেঙে পড়বে। বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে। ঘরের আসবাবপত্র পুরনো, ভাঙা ও ময়লাযুক্ত।


আবদাল খাঁ ও বিউটি আক্তার প্রতিবন্ধী ছেলেসহ ৪ সন্তান ৬ সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। মৌলিক-মানবিক চাহিদা পূরণ না হওয়ার মধ্য দিয়েই বেড়ে উঠছে সন্তানেরা। গলগ্রহ জীবন তাদের। তারা আক্ষেপ করে জানালেন জন্মই যেন তাদের আজন্ম পাপ। এমন দুর্বিষহ জীবন তাদের পড়ন্ত বেলায় এসে ঠেকিয়েছে। তবুও জীবনের শেষ ইচ্ছা থাকার একটি ঘর। সরকারের আবাসন প্রকল্পের আওতায় এনে একটি ঘরের ব্যবস্থা করে দেয়ার জোড় দাবি জানান তারা।


আবদাল খাঁর বলেন, নিজের জমি নেই অন্যের জমিতে কাজ করে কষ্টার্জিত টাকা দিয়ে সংসার চালাতে হয়। বছরের অধিকাংশ সময় কোন কাজ-কর্ম থাকে না তখন খেয়ে না খেয়ে দিন পার করতে হয়। বড় ছেলে প্রতিবন্ধী নাঈমের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হয়। সে শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত। অর্থের অভাবে ঠিকমতো সন্তানের চিকিৎসা করতে পাচ্ছে না।


তিনি আকুতি করে বলেন, আমার জীবনের শেষ ইচ্ছা সন্তানদের নিয়ে থাকার জন্য একটি ঘর। আপনারা আমাকে একটি ঘরের ব্যবস্থা করে দেন।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.