নেত্রকোনার পূর্বধলায় রোববার (৩০ জুলাই) সকালে ফাঁসিতে ঝুলে আজমত আলী ( ৫৫ ) নামে একজনের মৃত্যু হয়েছে।
সে উপজেলার ঘাগড়া ইউনিয়নের পানিশানা গ্রামের মৃত সুবেদ আলী’র ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত দশটার দিকে ঘুমাতে যান, রোববার সকালে কোন খোঁজ খবর সাড়া-শব্দ না পেয়ে ঘরে খোঁজ নিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। তার স্ত্রী রহিমা বেগম বন্ধ দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায় এবং রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। সে দীর্ঘদিন যাবৎ পেটের ব্যাথা রোগে ভোগছিল বলে জানা যায়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। লাশের প্রাথমিক ছুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পূর্বধলা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের এর প্রক্রিয়া চলছে।
Be First to Comment