নেত্রকোণা পূর্বধলায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ফরিদুজ্জামান রিফাত (২২) নামের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন।আহত হয়েছেন তিনজন। গতকাল বৃহস্পতিবার বেলা রাত ১০টার দিকে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের ফাজিলপুর বাজারের উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্র আগিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আব্দুস সাত্তারের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি রাস্তায় ফেলে রাখা বালুর স্তুপ পাশ কাটিয়ে ওটার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংর্ঘষ হয়, এতে তিনজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান।সেখানে ফরিদুজ্জামান রিফাত মারা যান।
Be First to Comment