জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল আব্দুল ওয়াহ্হাব হামিদী’র সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সদস্য হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এবং উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মুফতি মোখলেছুর রহমান ইলিয়াস’র সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে প্রধান বক্তার বক্তব্য মাহে রামাযানের তাৎপর্য শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-পূর্বধলা উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, পূর্বধলা উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সায়েদ আল মামুন শহীদ ফকির, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান ফকির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা যুব-জমিয়তের সাবেক আহ্বায়ক মাওলানা ইমদাদুল হক, জমিয়ত নেতা মাষ্টার লুৎফুর রহমান, পূর্বধলা উপজেলা যুব-জমিয়তের যুগ্ন আহ্বায়ক মুফতি তোফাজ্জল হোসেন, জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মোশাররফ হুসাইন প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুহাইমিনুল ইসলাম ফরিদ। পূর্বধলা উপজেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল আব্দুল ওয়াহ্হাব হামিদী তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে আন্তরিক থাকা, ঘরে ঘরে কুরআনের শিক্ষা চালু, সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তোলা সহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দানের আহ্বান জানান।
Be First to Comment