নেত্রকোণা পূর্বধলায় গতকাল শনিবার (২৩ এপ্রিল) পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলী, সাবেক সভাপতি শফিকুল আলম শাহিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা শামসুল হক নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়া, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, সদস্য ফকির শাহ মোস্তাফিজ রাজিব, মোস্তাক আহমেদ খান, মোঃ আল মুনসুর প্রমুখ।
সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’র আহ্বায়ক ও কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন কামাল এবং সঞ্চালনায় ছিলেন যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম। বিশেষ দোয়া পাঠ করেন মাওলানা সাইফুল্লাহ মানসুর।
Be First to Comment