নেত্রকোনার পূর্বধলায় উপজেলায় সদরের পূর্বধলা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: হাবিবুর রহমান খানের বিরুদ্ধে নানা অভিযোগে তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
রবিবার (১ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি মিছিল বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে মাদ্রাসায় এসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষকদের ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
শিক্ষকরা বলেন, অধ্যক্ষ হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হওয়ায় তাকে অনেক আগে সাসপেন্ড করে কর্তৃপক্ষ। এমনকি তিনি দুর্নীতির কারনে দুদকের মামলায় জেল ও খেটেছেন। আমরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।
মাদ্রাসার কেরানী আশরাফুজ্জামান আকন্দ জানান, অধ্যক্ষ্যর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় কারনে আমার ৭ মাসের বেতন বন্ধ ছিলো এবং মিথ্যা মামলায় দিয়ে ১ মাস জেল ও কাটিয়েছে।
শরীর চর্চা শিক্ষক কামরুজ্জামান নাঈম জানান, গত ১৫ বছর আমরা শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্নভবে অত্যাচার হয়রানির শিকার হয়েছি। বিগত সময়ে রাজনৈতিক প্রভাব কাটিয়ে দুনীর্তির মাধম্য বিপুল পরিমান অর্থ লুটপাট করেছেন। আমরা শিক্ষার্থীদের সাথে একাগ্রতা পোষন করে উনার পদত্যাগ দাবি করছি।
দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী উর্মি জানান, আমাদের মাদ্রাসার অধ্যক্ষ একজন অযোগ্য দুর্নীতিবাজ। তিনি নিয়মিত মাদ্রাসায় ও আসে না, আমরা শিক্ষার্থীরা এমন দুর্নীতিগ্রস্থ শিক্ষক আমাদের মাদ্রাসায় চাই না। এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে অধ্যক্ষ মো: হাবিবুর রহমান খানের ফোনে জানতে চাইলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। পরে কথা বললেন বলে জানান।
Be First to Comment