দর্পন ডেস্ক: গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ শ্বাশানঘাট সংলগ্ন নেংটা বাবার মাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে মাজারের একমাত্র শত বছর প্রাচীন কালের সাক্ষী একমাত্র ঘরটি সর্ম্পূন্ন ভূস্মিভ’ত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সারে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী ও ওনার ভক্তরা জানায় সন্ধায় নেংটা বাবার ভক্তরা প্রতিদিনের মত তার ঘরে বড়বড় কাঠের ডোম ও ধুপধানা দেওয়ার সময় ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছিল পরে পানিদিয়ে তা নিভানোও হয়েছিল। পরবর্তীতে রাত সারে ১২টার দিকে হঠাত নেংটা বাবার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় জনগন ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়। এদিকে ফায়ার সার্ভিস এর গাড়ী আসতে আসতে নেংটা বাবার কালের সাক্ষী ঘরটি সম্পূর্ন্ন ভস্মিভ’ত হয়ে যায়।
Be First to Comment