নেত্রকোনার পূর্বধলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গ্রাফিতি লিখন কর্মসূচির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় মামলা হয়েছে।
বুধবার (২১ আগষ্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পূর্বধলা উপজেলার সম্বনয়ক নাকিব আহমেদ সেতু বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আকাইদুল ইসলাম রোমান, উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা মুকুল কায়সার আকন্দ, সেচ্ছাসেবক লীগ নেতা হাবুল মিয়া, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম আঙ্গুর, বাদশা, পূর্বধলা সরকারি কলেজে শাখার সাবেক সভাপতি হৃদয় খান নাঈম, নাজিম খান, রুহুল সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, এমপি আহমেদ হোসেনের সহদর ভাতিজা মিজানুর রহমান মুজিবর, সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান সাকিন, সাজ্জাদ হোসেন, মো: মনি, হেদায়েত উল্লাহ সিয়ামসহ অজ্ঞাত ১০/১২ জন।
থানীয় ও মামলার বিবরণে জানা গেছে, গত ১ আগস্ট সন্ধ্যার পরে উপজেলার পূর্বধলা বালিকা উচ্চ রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে গ্রাফিতি লিখন কর্মসূচি পালন করছিল। এমন সময় হঠাৎ করে ৮/১০ টা বাইক দিয়ে আওয়ামীলীগ নেতারা দেওয়ালে লিখা অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় মারধরের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার আসামিদের গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে।
Be First to Comment