নেত্রকোনার পূর্বধলায় সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৯:০০ টা থেকে পূর্বধলা সরকারি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।
এরপর পূর্বধলা সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত হয়, আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, কোটা না মেধা? মেধা মেধা।
মিছিল শেষে বক্তব্য রাখেন, নেত্রকোনা সরকারি কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী রুবায়েতুজ্জামান রাপ্পু, পূর্বধলা সরকারী কলেজের শিক্ষার্থী ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী খাইরুল হাসান পিয়াস, পূর্বধলা সরকারি কলেজের শিক্ষার্থী ৩য় বর্ষের শিক্ষার্থী শাহজাদা বিপ্লব, সাউদ ইষ্ট ইউনিভার্সিটির ১ম বর্ষের শিক্ষার্থী সাব্বির আহাম্মেদ রাজু প্রমুখ।
শিক্ষার্থীরা তাদের বক্তব্য বলেন, আমরা মেধা দিয়ে সমাজ গড়তে চাই, আমরা কোটার যুক্তিক সংস্কার চাই। আমরা সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।